ঢাকা মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬

বিসিসিআই'র নির্দেশনার পর মোস্তাফিজকে ছেড়ে দিল কলকাতা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ জানুয়ারী, ২০২৬, ০৪:৩০ দুপুর

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনা অনুযায়ী আইপিএলের পরবর্তী মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অফিসিয়াল পেজে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কেকেআর। আর এতেই নিশ্চিত হয় ২০২৬ আইপিএলে আর খেলছেন না বাংলাদেশি এই কাটার মাস্টার।

এর আগে, নিজেদের সোশ্যাল মিডিয়ায় মোস্তাফিজ সংক্রান্ত আগের সমস্ত পোস্ট, ছবি ও ভিডিও সরিয়ে ফেলে ফ্র্যাঞ্চাইজিটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করেছে যে, আইপিএলের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই আসন্ন মৌসুমের আগে মোস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেয়ার নির্দেশ দিয়েছে। বোর্ডের নির্দেশে যথাযথ প্রক্রিয়া এবং পরামর্শ অনুসরণ করেই এটি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

এতে আরও বলা হয়, আইপিএলের নিয়ম অনুসারে বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে একজন প্রতিস্থাপন খেলোয়াড়ের অনুমতি দেবে। পরবর্তীতে এ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানানো হবে। এদিন সকালে মোস্তাফিজুর রহমানকে কেকেআর স্কোয়াড থেকে ছেড়ে দিতে নির্দেশ দেয় বিসিসিআই। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। মোস্তাফিজের বদলে অন্য কাউকে নিতে চাইলে সেটি অনুমোদন করবে বোর্ড।

ভারতীয় গণমাধ্যমের তথ্যানুযায়ী, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস ঘটনার খবর সামনে আসার পর কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে মোস্তাফিজের চুক্তিকে ঘিরে বিতর্ক তৈরি হয়। এই প্রেক্ষাপটে ২০২৬ আইপিএলে মোস্তাফিজের অংশগ্রহণ নিয়েও ভারতে কেউ কেউ প্রশ্ন তোলেন। যদিও বিসিসিআই শুরুতে ‘প্রতীক্ষা ও পর্যবেক্ষণ’ নীতি অবলম্বন করেছিল।

উল্লেখ্য, এবারই প্রথম কলকাতার হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন মোস্তাফিজ। আইপিএলে এর আগে ৫টি দলের হয়ে ৮ মৌসুম আইপিএলে খেলেছেন ৩০ বছর বয়সী বাঁহাতি এ পেসার। সব মিলিয়ে আইপিএলে ৬৫ উইকেট নিয়েছেন তিনি। ২০১৬ সালে নিজের অভিষেক মৌসুমে আসরের সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছিলেন মোস্তাফিজ।

Link copied!