বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সম্মানজনক উৎসব কান উৎসব শুরু হয়েছে। চোখে নীল রঙের আইশ্যাডো। হেয়ারস্টাইলের বেশ নাটকীয়তার ছোঁয়া। সেই সঙ্গে ক্রিস্টালের হেয়ারব্যান্ড, অফ শোল্ডার গাউন। ২০২৫ সালের ‘কান চলচ্চিত্র’ উৎসবের লাল গালিচায় ঠিক এ রূপেই ধরা দিয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা।
এদিন কোমরে ফ্লেয়ার দেয়া বডিকন ডিজাইনের স্কার্টের মতো নেমে গিয়েছে গাউনটি। ম্যাচিং দুল আর মুকুটের নানা বর্ণের পাথরে চোখ ঝলসে যাওয়ার দশা। মাথায় মুকুট যেন উর্বশীর রূপ আরও খানিকটা ঠিকরে বের হচ্ছিল।
উৎসবের রেডকার্পেটে উর্বশীর হাতে ছিল একটি টিয়া, যা সবার নজর কাড়ে। তবে এটি জীবন্ত টিয়া নয়। ক্রিস্টালের তৈরি। এর দামও চোখ কপালে ওঠার মতো। এর দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ছয় লাখের বেশি।
লোকে বলে, ফ্যাশনের শহর ফ্রান্স। সেখানে গিয়ে মানুষ নিজেকে একটু অন্যরকমভাবে তুলে ধরার চেষ্টা করে। তবে উর্বশীর এই প্রচেষ্টা বৃথা গেল বলেই মনে হয়। কারণ তার এ সাজসজ্জা মানুষের মনে ধরেনি। উল্টো হয়েছেন কটাক্ষের শিকার।
উর্বশীর এ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হতেই আসে একের পর এক সমালোচনা। অনেকে বলছেন- এ যুগে এসেও উল্টোপথে হাঁটলে কী হয়! অভিনেত্রীর অতিরিক্ত রূপসজ্জার সমালোচনা করেন অনেকে।
আবার কেউ কেউ তাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বলে বিদ্রুপ করেন। পোস্টের মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘জঘন্য সাজ।’ অন্য একজন লিখেছেন, ‘উর্বশীকে এড়িয়ে যাওয়া ভালো হবে। অনেকে আবার ‘এ আই’ বলে বিদ্রুপও করেন।
উল্লেখ্য, কান চলচ্চিত্র উৎসব হলো বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ও জনপ্রিয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এটি প্রতি বছর মে মাসে ফ্রান্সের ‘কান’ শহরে অনুষ্ঠিত হয়। উৎসবটি ১৯৪৬ সালে শুরু হয় এবং তখন থেকেই এটি বিশ্ব চলচ্চিত্রের জন্য এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়ে আসছে। এ উৎসবে বিভিন্ন দেশের চলচ্চিত্র প্রদর্শিত হয়। সেখানে প্রতিযোগিতার মাধ্যমে সেরা চলচ্চিত্র, পরিচালক, অভিনেতা-অভিনেত্রীদের পুরস্কৃত করা হয়। মঙ্গলবার (১৩ মে) থেকে শুরু হওয়া এ উৎসব আরও ১০দিন চলবে।
আপনার মতামত লিখুন :