স্ত্রী ও দুই সন্তানকে হত্যার দায়ে এক বাংলাদেশির ৪০ বছর কারাদণ্ড

প্রকাশিত : ৭ ফেব্রুয়ারি ২০২০

স্ত্রী ও দুই সন্তানকে হত্যার দায়ে এক বাংলাদেশির ৪০ বছর কারাদণ্ড দিয়েছেন লন্ডনের আদালত। ইস্টহামে ওই বাসিন্দার নাম মো. আব্দুল শাকুর (৪৬)।  বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) লন্ডনের দ্য ওল্ড বেইলি আদালত মো. আব্দুল শাকুর (৪৬) নামের ওই ব্যক্তিকে এ সাজা দেন।

জানা গেছে, ২০০৬ সালে ইস্ট হ্যামের নেলসন স্ট্রিটের বাড়িতে তার স্ত্রী ও সন্তানদের হত্যার আব্দুল শাকুর লন্ডন থেকে পালিয়ে যান। শাকুর একটি রেস্টুরেন্টের শেফ হিসেবে কর্মরত ছিলেন।

ঘাতক ১৯৯৯ সাল থেকে পূর্ব লন্ডনের ইস্টহামে স্ত্রী জুলি বেগমকে (২৬) নিয়ে বসবাস করতেন মো. আব্দুল শাকুর। ২০০৭ সালের জানুয়ারির শুরুতে ওই বাসার বেডরুম থেকে স্ত্রী ও দুই সন্তান তানহা খাতুন (৬) ও আনিকা খাতুনের (৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। দীর্ঘ তদন্তে পুলিশ নিশ্চিত হয় তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

আব্দুল শাকুর তাদের হত্যার পর পালিয়ে প্রথমে বাংলাদেশে পরে ভারতে গিয়ে আত্মগোপন করেন। ২০১৯ সালের এপ্রিলে কমনওয়েলথের মাধ্যমে শাকুরকে যুক্তরাজ্যে ফেরত নিয়ে বিচারের মুখোমুখি করা হয়।

আপনার মতামত লিখুন :