দেশে খাদ্যের যথেষ্ট মজুদ রয়েছে কলাপাড়ায় খাদ্যগুদাম পরিদর্শণ শেষে খাদ্যমন্ত্রী

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২০

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,১১ ফেব্রুয়ারি।। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বর্তমানে দেশে খাদ্যের যথেষ্ট মজুদ রয়েছে। প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরকার ধান ক্রয় করছে। কোন কৃষক যাতে ধানের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য হচ্ছে।

ধান ও চাউলের পর্যাপ্ত মজুদের জন্য দেশের সব নষ্ট ও পরিত্যক্ত গুদাম মেরামতের কাজ চলছে। সারাদেশের খাদ্যগুদামগুলো ২০২১ সালের মধ্যে মেরামত কাজ সম্পন্ন হবে। মঙ্গলবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বিভিন্ন খাদ্যগুদাম পরিদর্শণে এসে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় খাদ্য সচিব ড.মোসাম্মৎ নাজমানারা খানুম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মুনিবুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) অনুপ দাস, ওসিএলএসডি মনির হোসেন উপস্থিত ছিলেন।

খাদ্যমন্ত্রী আরো বলেন, জেলায় ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা প্রায় ১৭ হাজার মেট্রিকটন। যার চার ভাগের একভাগও এখনও ক্রয় করা হয়নি। যেসব কৃষক এখনও ধান বিক্রয় করতে পারেনি তাদের ধান বিক্রয়ের জন্য উৎসাহিত করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :