মেয়েদের প্রকাশ্যে গান গাওয়া নিষিদ্ধ করলো আফগানিস্তান

প্রকাশিত : ১১ মার্চ ২০২১

আফগানিস্তানে মেয়েদের ১২ বছর পার হওয়া পর প্রকাশ্যে গান গাওয়ার ক্ষেত্রে আবার নিষেধাজ্ঞা জারি করেছে  সরকার । এরআগে তালেবান শাসনামলে এমন বিধান জারি ছিল। আফগানিস্তানের শিক্ষামন্ত্রী এক বিবৃতিতে এ আদেশ দিয়েছেন। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে মন্ত্রীর সেই বিবৃতির প্রতিলিপি পেয়েছে। তারা জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ভিডিওবার্তায় একই নির্দেশ জানিয়েছেন।

ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ১২ বছরের উপরে কোনও স্কুলছাত্রী প্রকাশ্যে গান গাইতে পারবে না। পুরুষদের সামনে কোনভাবেই গান গাওয়া যাবে না। পুরুষ গানের শিক্ষকরাও স্কুলে বা অন্য কোথাও মেয়েদের গান শেখাতে পারবেন না। একমাত্র পরিপূর্ণ নারী সমাবেশে গান গাওয়ার সুযোগ রাখা হয়েছে।

ডয়চে ভেলে বলছে, তালেবান আমলে মেয়েদের স্কুলে যাওয়া, গান গাওয়া, শিল্পচর্চায় বহু নিষেধাজ্ঞা ছিল। তালেবান পরবর্তী সময়ে ধীরে ধীরে অবস্থার পরিবর্তন হচ্ছিল। তবে শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশ নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।বিশেষজ্ঞদের বক্তব্য, আফগান প্রশাসনের সঙ্গে দীর্ঘদিন ধরে তালেবানের শান্তি বৈঠক চলছে। তারই পরিপ্রেক্ষিতে এই ধরনের কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে সরকার। তালেবানের প্রভাব ক্রমশ বাড়তে শুরু করেছে।

আপনার মতামত লিখুন :