মুজিব শতবর্ষ উপলক্ষে গঠিত স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত


প্রকাশিত : ১২ জুলাই ২০২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে গঠিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের স্টিয়ারিং কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অত্র বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে আজ ১২ জুলাই ২০২১ইং তারিখে অনুষ্ঠিত হয়। গুরুত্বপূর্ণ এই সভায় সভাপতিত্ব করেন মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। সভায় তিনি বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের প্রযুক্তিগত উন্নয়ন ও সমৃদ্ধিসহ চিকিৎসাসেবা, শিক্ষা ও গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের নির্দেশনা দেন।

গুরুত্বপূর্ণ ওই সভায় অত্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, ডেন্টাল অনুষদের ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. মাসুদা বেগম, নার্সিং অনুষদের ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডীন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, গ্রন্থাগারিক অধ্যাপক ডা. মোঃ হারিসুল হক, হল প্রভোস্ট অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ নজরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

এই বিভাগের সর্বশেষ