সমিতির সদস্যপদ হারাতে যাচ্ছেন পরীমনি


প্রকাশিত : ৫ আগস্ট ২০২১

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ হারাবেন পরীমণি। এ বিষয়ে শিগগিরই সংবাদ সম্মেলনের আয়োজন করবে শিল্পী সমিতি। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয় চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের সঙ্গে। দেশ রূপান্তরকে জায়েদ খান বলেন, ‘পরীমণিকে নিষিদ্ধ করার যে কথা শোনা যাচ্ছে সেটা ভুয়া। কারণ এখন পর্যন্ত আমরা মিটিংই করতে পারিনি। মিটিং না করতে পারলে তো আর সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।’

মিটিংয়ে পরীমণিকে নিষিদ্ধ বা সমিতিতে তার সদস্যপদ বাতিল করার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে জায়েদ খান বলেন, ‘এই মুহূর্তে এই বিষয়ে কিছু বলতে পারব না। সমিতির সম্মানিত সদস্যরা আছেন। তারা সবাই মিলে সিদ্ধান্ত নেবেন পরীমণির ব্যাপারে। মিটিংয়ের পরই আমরা জানাতে পারব তার বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে তার আগে নয়। এদিকে সংবাদ সম্মেলন কখন হবে জানতে চাইলে জায়েদ খান বলেন, ‘আগামীকাল আমরা সংবাদ সম্মেলন করতে চেয়েছিলাম। কিন্তু সেটা করা সম্ভব হচ্ছে না। তবে শনিবার আমরা সংবাদ সম্মেলন করে আমাদের অবস্থান পরিস্কার করব।’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের ৬-এর ‘খ’ ও ৯-এর ‘গ’ অনুচ্ছেদে বলা হয়েছে, সমিতির কোনো সদস্য যদি সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ন করে কোনো কাজে লিপ্ত হয় সঙ্গে সঙ্গে তার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত হবে। এই নিয়ম অনুসারে এটা স্পষ্ট যে, মাদকসহ পরীমণি আটক ও মামলার কারণে তিনি স্থগিতাদেশের মধ্যে পড়তে পারেন। তবে আদালতে নির্দোষ প্রমাণিত হলে তার সদস্যপদ ফিরিয়ে দেওয়া হবে। অন্যথায় দোষী সাব্যস্ত হলে পরীমণির সমিতির সদস্যপদ আজীবনের জন্য বাতিল করা হবে।

আপনার মতামত লিখুন :

এই বিভাগের সর্বশেষ