তৃতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড বাংলাদেশকে ৫২ রানে হারিয়েছে

প্রকাশিত : ৫ সেপ্টেম্বর ২০২১

প্রথম দুই ম্যাচে জয় পাওয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে আজই সিরিজ নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু সে সুযোগ কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। তৃতীয় টি-টোয়েন্টিতে কিউইরা ৫২ রানে জিতে যাওয়ায় সিরিজ জয়ের অপেক্ষা বাড়লো টাইগরাদের। আজ জিতলে দুই ম্যাচ হাতে রেখে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিততো টাইগাররা।

১২৯ রানের অপেক্ষাকৃত সহজ টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ হয়নি বাংলাদেশের। তবে ওপেনিংয়ে ২৩ তোলার পরই ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে। দুই ওপেনার মোহাম্মদ নাঈম ১৩ ও লিটন দাস ১৫ রানে ফেরার পরপরই হিসাবের খাতা খোলার আগে ফেরেন সাকিব আল হাসান। ম্যাচের বাকিটুকুতেও শুধু ব্যাটিং ব্যর্থতার গল্প। যাওয়া-আসার মিছিলে মাঝখানে খুঁটি হয়ে দাঁড়িয়ে থাকলেও কাজের কাজ করতে পারেননি মুশফিকুর রহিম।

দলের হয়ে মুশফিকই সর্বোচ্চ ২০ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশে তিন ব্যাটসম্যান ছাড়া বাকিদের কেউই দুই অঙ্কে যেতে পারেননি। বাংলাদেশও ছুঁতে পারেনি তিন অঙ্ক। ২ বল বাকি থাকতে টাইগার বাহিনী অলআউট হয় ৭৬ রানে। নিউজিল্যান্ডের হয়ে একাই ৪ উইকেট নেন আইজাজ প্যাটেল। এছাড়া কোলে নেন ৩ উইকেট। এর আগে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৫ উইকেটে ১২৮ রান করে নিউজিল্যান্ড।

টস জিতে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল কিউইরা। ৫৮ রানেই হারিয়ে ফেলেছিল ৫ উইকেট। তবে হেনরি নিকোলস ও টম বান্ডেলের ৭০ রানের অপরাজিত জুটিতে ১২৮ করতে পারে সফরকারীরা। নিকোলস ৩৬ ও বান্ডেল ৩০ রান করেন। বাংলাদেশের হয়ে মোহাম্মদ সাইফউদ্দিন ২টি উইকেট নেন। পাঁচ ম্যাচের সিরিজে এখন ২-১ ব্যবধানে এগিয়ে রইলো বাংলাদেশ। দুদলের পরের ম্যাচ হবে আগামী বুধবার।

আপনার মতামত লিখুন :