ভারতের রাফাল ধ্বংসকারী সেই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ
ভারত পাকিস্তান সংঘাতের মধ্যে নতুন করে আলোচনায় এসেছে চীনেরর যুদ্ধবিমান জে-১০সি। বলা হচ্ছে, এ যুদ্ধবিমানের মাধ্যমে ভারতের হামলা জবার দিয়েছে চীন। এগুলোই ভারতের রাফাল যুদ্ধবিমান ঘায়েল করেছে। আর সেই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ। চলতি বছরের শুরুতে ডিফেন্স সিকিউরিটি এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ চীনের জে-১০সি মাল্টিরোল যুদ্ধবিমান ক্রয়ের উদ্যোগ নিয়েছে। দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের পর দ্বিতীয় দেশ হিসেবে এই আধুনিক প্ল্যাটফর্মের ব্যবহারকারী হতে চলেছে বাংলাদেশ।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ বিমানবাহিনী (বিএএফ) ১৬টি জে-১০সি যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে, যা পুরোনো চীনা নির্মিত এফ-৭ ইন্টারসেপ্টরগুলোর পরিবর্তে ব্যবহৃত