ঢাকা রেঞ্জ এলাকায় নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কার্যক্রম চলবে না বলে কড়া হুঁশিয়ারি দিলেন রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম মল্লিক। রোববার (১১ মে) সকালে ঢাকার সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জ কার্যালয়ে প্রথম সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
ডিআইজি বলেন, বিগত সময়ে কিছু উচ্চ বিলাসী ও অপেশাদার পুলিশ সদস্যদের কারণে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এখন থেকে যদি কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া যায়, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হবে।
তিনি জানান, থানাকে সাধারণ মানুষের আস্থা ও নির্ভরতার কেন্দ্রে পরিণত করতে কাজ করবেন। জনগণের অভিযোগ সরাসরি শোনার জন্য চালু করা হবে ‘টক টু ডিআইজি’ নামের একটি মোবাইল অ্যাপ, যেখানে তথ্যদাতাদের গোপনীয়তা নিশ্চিত করা হবে।
চাঁদাবাজিসহ যেকোনো ধরনের অপরাধ কঠোর হাতে দমন করা হবে বলেও জানান তিনি। ডিআইজি স্পষ্টভাবে বলেন, ঢাকা রেঞ্জের কোনো কর্মকর্তা বা কর্মচারী অনৈতিক কাজে জড়িত থাকলে কোনো ছাড় দেয়া হবে না এবং জনগণের করা জিডি ও মামলার সরাসরি তদারকি করবেন তিনি নিজেই।
আপনার মতামত লিখুন :