রাজধানীর শেওড়াপাড়া মেট্রো স্টেশনে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৫, ১১:৩৫ রাত

রাজধানীর শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন থেকে প্রায় ৮ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে মেট্রোরেল পুলিশ (এমআরটি)। আটককৃতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি এমআরটি পুলিশ। সোমবার (২৪শে নভেম্বর) বিকেল ৪টার দিকে শেওড়াপাড়া স্টেশন থেকে তাদের আটক করা হয়।

সন্ধ্যায় এমআরটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড অপস্) মো. আবু আশরাফ সিদ্দিকী এই আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সাম্প্রতিক বিভিন্ন কারণে প্রতিটি মেট্রো স্টেশনে তল্লাশি (চেকিং) জোরদার করা হয়েছে। এই চেকিং চলাকালীন শেওড়াপাড়া স্টেশনে ওই সন্দেহজনক নারী ও পুরুষের বড় ব্যাগ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন পুলিশকে জানায় যে, তারা শেওড়াপাড়া স্টেশন থেকে ট্রেনে উঠে মতিঝিল স্টেশনে নেমে গন্তব্যে যেতে চেয়েছিল। এর আগেও তারা আরও দুইবার মেট্রোরেল ব্যবহার করে গাঁজা পরিবহন করেছিল বলেও জানিয়েছে।

এমআরটি পুলিশের পুলিশ সুপার আক্তার কানিজ হোসেন জাহান জানিয়েছেন, আটককৃত দুজনকে কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হবে। তিনি আরও বলেন, নিরাপত্তার স্বার্থে বড় ব্যাগ বহনকারী কিংবা সন্দেহজনক যেকোনো ব্যক্তিকে দেখলে চেকিং করা হচ্ছে।

 

Link copied!