শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’ রাজশাহী কারাগারে, স্ত্রীকে ফেনীতে স্থানান্তর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৫, ০৪:৩৮ দুপুর

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বসে অপরাধ জগত নিয়ন্ত্রণের অভিযোগে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ‘ছোট সাজ্জাদ’কে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এবং তার স্ত্রী তামান্না শারমীনকে ফেনী জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে। কঠোর নিরাপত্তা ও সর্বোচ্চ গোপনীয়তা বজায় রেখে সম্প্রতি তাদের দুজনকে পৃথক কারাগারে পাঠানো হয়, যা সোমবার রাতে নিশ্চিত হওয়া তথ্যের মাধ্যমে জানা যায়। 

চট্টগ্রাম কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। চট্টগ্রাম কারা বিভাগের ডিআইজি প্রিজন ছগির মিয়া বলেন, নিরাপত্তার স্বার্থে ছোট সাজ্জাদকে রাজশাহীতে এবং তার স্ত্রীকে ফেনী কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার বসুন্ধরা সিটি থেকে চলতি বছরের ১৫ মার্চ সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর থেকে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

কিন্তু সেখানে থাকা অবস্থাতেই তার নাম জড়ায় চট্টগ্রামে ঘটে যাওয়া একাধিক হত্যাকাণ্ড, বিশেষ করে আলোচিত ডাবল মার্ডারসহ বেশ কিছু গুরুতর অপরাধে। অভিযোগ রয়েছে, কারাগারে বসে মোবাইল ফোন এবং সহযোগীদের মাধ্যমে তিনি চট্টগ্রামের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতেন।

এদিকে সাজ্জাদের সহযোগী রায়হান, ইমনসহ তার বাহিনীর মূল সদস্যরা এখনো ধরাছোঁয়ার বাইরে। অক্ষত রয়েছে তাদের অস্ত্র ভাণ্ডারও। বর্তমানে সাজ্জাদ এক ডজনেরও বেশি মামলার আসামি এবং দেশের শীর্ষ সন্ত্রাসীদের একজন হিসেবে পরিচিত। কারা সূত্র বলছে, অপরাধ নিয়ন্ত্রণে গোপন নেটওয়ার্ক ভেঙে দিতে এবং নিরাপত্তা জোরদার করতেই তাকে হঠাৎ করে রাজশাহী কারাগারে সরিয়ে নেওয়া হয়েছে।

Link copied!