ঢাকা বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

ভীর রাতে ইউএনও'র কাছ থেকে কম্বল পেয়ে খুশী রাখাইনরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ জানুয়ারী, ২০২৬, ০৯:২২ সকাল

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুরে শীতের তীব্রতা লাঘবে গভীর রাতে ইউএনও এর কাছ থেকে কম্বল পেয়ে খুশি হলেন আদিবাসী রাখাইন সম্প্রদায়ের নারী পুরুষরা। রবিবার রাতে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের গোড়া আমখোলা পাড়া, কেরানিপাড়ায় রাখাইন পরিবারের সদস্যদের হাতে এ কম্বল তুলে দেন।
 
এসময় তাঁর সাথে ছিলেন কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকসেদুল আলম, সিপিপি'র সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, এলজিইডি'র সহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামান। 
 
এর আগে একই দিন সন্ধ্যায় কলাপাড়া পৌরশহরের এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার শিশু শিক্ষার্থী, ফায়ার ফাইটার সদস্য, নীলগঞ্জ মাদ্রাসার শিক্ষার্থী, মহিপুর থানার হাজতখানায় আটককৃত বন্দিদের জন্য প্রায় ৮০০ কম্বল বিতরণ করেন ইউএনও কাউছার হামিদ।
 
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকসেদুল আলম বলেন, দুর্যোগ ও ত্রান অধিদপ্তরের সহায়তায় উপজেলায় দু:স্থ মানুষের মাঝে ২৯০০ কম্বল বিতরন করা হয়েছে। শীতার্ত মানুষের জন্য বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Link copied!