সিরাজগঞ্জে ঈদের নামাজে সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু

প্রকাশিত : ২৫ মে ২০২০

সিরাজগঞ্জের শাহজাদপুরে মসজিদে ঈদুল ফিতরের নামাজ পড়ানোর সময় সেজদারত অবস্থায় মাওলানা আইয়ুব আলী নামে ইমাম মারা গেছেন।উপজেলার রূপবাটি ইউনিয়নের শেলাচাপরী পূর্বপাড় মধ্যপাড়া জামে মসজিদে সোমবার সকালে তার মৃত্যুহয়। শেলাচাপরী মধ্যপাড়া জামে মসজিদের সভাপতি হাবিবুর রহমান হাবিব জানান, সকালে মসজিদে ঈদের নামাজের প্রথম রাকাতের প্রথম সেজদা ভালোভাবেই শেষ করেন।

দ্বিতীয় সেজদায় যাওয়ার পর ২/৩ মিনিট কেটে যায়। কিন্তু ইমামের কোনো সাড়া শব্দ না পেয়ে মুসল্লিরা নামাজ ছেড়ে দিয়ে দেখেন তিনি তখনও সেজদারত অবস্থায়ই রয়েছেন। তাকে ধরতেই তিনি মুসল্লিদের হাতের মধ্যে ঢলে পড়েন। তার এ আকস্মিক মৃত্যুতে এলাকাবাসী হতবাক হয়ে পড়েন। তার প্রথম জানাজা বাদ জোহর শেলাচাপরী পূর্বপাড় কান্দাপাড়া গ্রামে অনুষ্ঠিত হয়। এরপর তার নিজ গ্রাম সাথিয়া উপজেলার চিনানারী গ্রামে দ্বিতীয় জানাজা শেষে সেখানকার কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. শামসুজ্জোহা বলেন,তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। তার শরীরে করোনার কোনো লক্ষণ ছিল না।

 

 

আপনার মতামত লিখুন :