ইউনাইটেড হাসপাতালের ১১টি অগ্নিনির্বাপকের ৮টির মেয়াদ ছিল না: মেয়র আতিক

প্রকাশিত : ২৮ মে ২০২০

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, রাজধানীর ইউনাইটেড হাসপাতালে করোনা রোগীদের জন্য বর্ধিত আইসোলেশন সেন্টারে ১১টি অগ্নিনির্বাপক যন্ত্রের ৯টিরই মেয়াদ ছিল না। হাসপাতালে ফায়ার হাইড্রেন্ট থাকলেও তা কে পরিচালনা করবে তার নির্ধারিত দায়িত্ব ছিল না। বৃহস্পতিবার (২৮ মে) বেলা এগারোটায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অগ্নিদুর্ঘটনা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মেয়র বলেন, ইউনাইটেড হাসপাতালের সম্প্রসারিত অংশে ফায়ার ফাইটার, ফায়ার ড্রিল এবং ফায়ার-টিম ছিল না। ১১টি অগ্নিনির্বাপণ যন্ত্রের মধ্যে মাত্র ৩টির মেয়াদ ছিল। অন্য ৮টি অগ্নিনির্বাপন যন্ত্রের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। হাইড্রেন্ট কে চালাবে, কে কাজ করবে, কার দায়িত্ব এগুলো সুনির্দিষ্ট করা ছিল না। আতিকুল ইসলাম বলেন, হাসপাতালে মানুষ ভর্তি হয় আরোগ্য লাভ করার জন্য, এটা অত্যন্ত বেদনাদায়ক যে তাঁরা এখানে অগ্নিদুর্ঘটনায় মারা গেলেন। তিনি সকল হাসপাতাল কর্তৃপক্ষকে ফায়ার সেফটির উপর গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ করেন।

তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডে ইউনাইটেড হাসপাতালের গাফিলতি পাওয়া গেলে আইন অনুযায়ী সরকার ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান মেয়র। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাবৃন্দ, ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন বাবুল উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বুধবার (২৭ মে) রাত ৯টা ৫৫ মিনিটে ইউনাইটড হাসপাতালের জরুরি বিভাগের পাশে অস্থায়ী করোনা আইসোলেশন সেন্টারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় রাত ১০টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলেও এক নারীসহ পাঁচজন মারা যান। তাদের মধ্যে তিনজন করোনায় আক্রান্ত ছিলেন বলে শনাক্ত হয়েছে।

 

আপনার মতামত লিখুন :