করোনাভাইরাস চীনে নতুন করে আবারো ছড়িয়ে পড়েছে

প্রকাশিত : ১৫ জুন ২০২০

চীনে নতুন করে আবারো বাড়তে শুরু করেছে করোনায় আক্রান্তের সংখ্যা। সোমবার দেশটিতে নতুন করে ৫৭ জনের দেহে কোভিড-নাইন্টিন ভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে রাজধানী বেইজিংয়েই আক্রান্ত হয়েছেন ৩৬ জন। এতে চীনে নতুন করে আবারো করোনার প্রকোপ বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

এর আগে, বেইজিংয়ের একটি মার্কেটে নতুন করে করোনাভাইরাস ছড়িয়ে পড়লে ১১টি আবাসিক এলাকা লকডাউন করা হয়। বর্তমানে ৪৬ হাজারের বেশি মানুষ তাদের দেহে করোনাভাইরাস বহন করছে বলে ধারণা চীনা কর্মকর্তাদের। এরইমধ্যে ১০ হাজারের বেশি মানুষের নমুনা সংগ্রহ করা হয়েছে।

এদিকে, আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫৯৮ জন। আক্রান্ত হয়েছেন ১৭ হাজারে বেশি। অন্যদিকে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা কমতে শুরু করলেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গেল একদিনে দেশটিতে ৩২৬ জন মারা গেলেও আক্রান্ত হয়েছেন প্রায় ২০ হাজার। এছাড়া, রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৩৫ জন। মারা গেছেন ১১৯ জন।

 

আপনার মতামত লিখুন :