ইউনিভার্সেল মেডিকেলের সঙ্গে বিসিএস রেলওয়ের চুক্তি

প্রকাশিত : ৪ জুলাই ২০২০

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হসপিটালের সঙ্গে বিসিএস রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক অফিসার্স এসোসিয়েশন চিকিৎসা সেবা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে। শনিবার (০৪ জুলাই) বিসিএস রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক অফিসার্স এসোসিয়েশনের পক্ষে সংগঠনের সভাপতি সরদার শাহাদাত আলী এবং হাসপাতালের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর ডা. আশিস কুমার চক্রবর্তী এ চুক্তি স্বাক্ষর করেন।

এসময় সংগঠনের সভাপতি সরদার শাহাদাত আলী বলেন, ‘এই চুক্তি মোতাবেক রেলওয়ের সব কর্মকর্তা ও কর্মচারী স্বাস্থ্য সেবার জন্য বিশেষ সুবিধা পাবে। বিশেষ করে এসোসিয়েশনের সকল সদস্য, রেলওয়ের অফিসার ও ট্রাফিক বিভাগের কর্মচারীরা এ চুক্তির আওতায় চিকিৎসা সুবিধা ও প্যাথলজি টেষ্টের ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন। আগামী পাঁচ বছর হাসপাতালের সাথে এই চিকিৎসা সেবা চুক্তি অব্যাহত থাকবে।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিসিএস রেলওয়ে পরিবহনের সাধারণ সম্পাদক এস এম মুরাদ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক এ এস সালাহ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সফিকুর রহমান ও ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হসপিটালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী প্রমুখ।

আপনার মতামত লিখুন :