দ্বিতীয় দিনে মাঠে নামবে বাংলাদেশ

প্রকাশিত : ৮ ফেব্রুয়ারি ২০২০

রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনটা খুব একটা স্বস্তিতে কাটেনি বাংলাদেশের। তারপরও বড় ধরনের বিপর্যয় এড়িয়ে পুরো দিন খেলতে পেরেছে টাইগাররা। ৮২.৫ ওভারে অলআউট হয়েছে ২৩৩ রানে। আলোক স্বল্পতার কারণে ৭ ওভারের মতো বাকি থাকতেই দিনের খেলার ইতি টেনে দেন আম্পায়াররা।

যেহেতু বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে গেছে। আজ দ্বিতীয় দিনের শুরু থেকেই ব্যাটিংয়ে নামবে পাকিস্তান। বাংলাদেশের তাই বোলিংয়ের প্রস্তুতি নিয়েই মাঠে নামতে হবে।

আগের দিন স্বাগতিকদের আমন্ত্রণে সাড়া দিয়ে ব্যাটিংয়ের শুরুটা একদমই ভালো করতে পারেননি বাংলাদেশের দুই ওপেনার তামিম ও সাইফ। তবে প্রথম ওভারের প্রথম বল মিডউইকেট থেকে ৩ রান নিয়ে ইঙ্গিতটা ইতিবাচকই দিয়েছিলেন তামিম ইকবাল। যা ধরে রাখতে পারেননি এ অভিজ্ঞ ওপেনার।

শাহিন শাহ আফ্রিদির করা সে ওভারের তৃতীয় বলে দৃষ্টিকটু শটে আউট হন সাইফ। ফুল লেন্থের ডেলিভারিতে কোনো রকমের ফুট মুভমেন্ট ছাড়াই ব্যাট এগিয়ে দেন তিনি। বাইরের কানায় লেগে যা চলে যায় দ্বিতীয় স্লিপে দাঁড়ানো আসাদ শফিকের হাতে। যার সুবাদে উড়ন্ত সূচনা পায় পাকিস্তান।

তাদের শুরুটা আরও দুর্দান্ত করে দেন মোহাম্মদ আব্বাস। দ্বিতীয় ওভার করতে এসে চতুর্থ বলেই তিনি আউট করেন তামিমকে। হালকা ভেতরে ঢোকা ডেলিভারিটি সরাসরি আঘাত হানে তামিমের প্যাডে। আম্পায়ার প্রথমে নট আউট দেন। তবে রিভিউ নিয়ে সিদ্ধান্ত বদলে নেয় পাকিস্তান। ৩ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।

আপনার মতামত লিখুন :