শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি ৮ম দিনের মতো বন্ধ, দুর্ভোগ চরমে

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২০

অষ্টম দিনের মতো শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দেশের অন্যতম প্রধান এই ফেরি বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে যানবাহনের চালক ও হাজারো যাত্রী। ফেরি বন্ধ থাকায় দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাত্রীরা ঝুঁকি নিয়েই লঞ্চ ও স্পিডবোট নদী পার হচ্ছেন। এদিকে নদীর নাব্য নিরসনে লৌহজং টার্নিং ও পদ্মা সেতুর ২৬ থেকে ২৪ নম্বর খুঁটি পর্যন্ত ড্রেজিং এখনো চলমান আছে।

বিআইডব্লিউটিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. ছাইদুর রহমান জানান, এ পর্যন্ত ৬ লাখ ৪০ হাজার ঘন মিটার পলি অপসারণ করা হয়েছে। এরপরও ফেরি সচল করা যাচ্ছে না। লৌহজং টার্নিং চ্যানেলে ৫ এবং পদ্মা সেতু এলাকায় ২টি মোট বিআইডব্লিউটিএর ৭টি এবং পদ্মা সেতুর ১টি ড্রেজার পলি অপসারণ করছে। তবে কবে নাগাদ ফেরি সচল হবে তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন :