খুলনায় সাংবাদিককে নির্যাতনের প্রতিবাদে নাটোরে মানববন্ধন

প্রকাশিত : ৮ ফেব্রুয়ারি ২০২০

একাত্তর টিভির খুলনা ব্যুরো প্রধান রকিব উদ্দিন পান্নুর ওপর ওয়াসার ঠিকাদারদের হামলা ও পুলিশি নির্যাতনের প্রতিবাদে নাটোরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সকালে ইউনাইটেড প্রেসক্লাবের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় মানববন্ধনে বক্তব্য দেন, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক নবিউর রহমান পিপলু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও একাত্তর টিভির সাংবাদিক বুলবুল আহমেদ, এনটিভির স্টাফ করেসপনডেন্ট হালিম খান, সময় টিভির নাটোর প্রতিনিধি আল মামুন, বৈশাখী টিভির নাটোর প্রতিনিধি ইসাহাক আলী, বাংলা টিভির সাংবাদিক মেহেদি হাসান ও দি এশিয়ান এজের সাংবাদিক নাইমুর রহমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সাংবাদিক রকিব উদ্দিন পান্নুকে হাতকড়া পড়ানো মানে, সারা দেশের সাংবাদিকদের অপমান, অপদস্থ করা। অতি উৎসাহী পুলিশ সদস্যরা তাকে নির্যাতন করেছে। বক্তারা আরও বলেন, গণমাধ্যমকর্মীরা আজ সাধারণ মানুষের কথা বলতে গিয়ে নির্যাতনের শিকার হচ্ছে। অবিলম্বে ঠিকাদারি প্রতিষ্ঠান এবং অতি উৎসাহী পুলিশ সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবিও জানান তারা।

আপনার মতামত লিখুন :