মাস্ক না পরলে করোনা নিয়ন্ত্রণ সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২২ নভেম্বর ২০২০

মাস্ক না পরলে করোনা নিয়ন্ত্রণ সম্ভব হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘করোনা সংক্রমণরোধে শীতের সময়ের জন্য আমাদের প্রস্তুতি আছে। কিন্তু আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যবিধি মানতে হবে। শনিবার (২১ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় হরগজ শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সামনে শীতকাল। ইতিমধ্যে ইউরোপে করোনায় অনেক লোক মারা যাচ্ছে ও সংক্রমিত হচ্ছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে এখন থেকেই।’

তিনি বলেন, ‘করোনা নিয়ন্ত্রণে আছে বলেই অর্থনৈতিকভাবে দেশ অনেক ভালো আছে। কোনো লোক না খেয়ে থাকে না এবং লোকজন এখনও কাজকর্ম করছে। করোনার কারণে আমেরিকা-ইউরোপের বড় বড় দেশও ক্ষতিগ্রস্ত হয়েছে। মহামারির মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যক্রম বিষয়ে মন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো কাজ করেছে বলেই অন্যান্য দেশের তুলনায় দেশে মৃত্যুর হার অনেক কম। বর্তমানে সংক্রমণের হার কম এবং সুস্থতার হার প্রায় ৮১ শতাংশ। হরগজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন জ্যোতির সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, জেলা যুবলীগের সাবেক সভাপতি সুদেব কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দীন প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মন্ত্রী মতবিনিময় সভা শেষে দুপুর ৩টায় মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন এবং বিভিন্ন উপজেলার ১০টি কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন করেন।

 

আপনার মতামত লিখুন :