কলাপাড়ায় শীতার্থ দুই শতাধীক পরিবারের পাশে দাড়িয়েছে পাথওয়ের

প্রকাশিত : ২৪ ডিসেম্বর ২০২০

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় শীতার্থ জেলে,তৃতীয় লিঙ্গ (হিজরা) ও অসহায় হতদরিদ্র দুই শতাধীক পরিবারের পাশে দাড়িয়েছে পাথওয়ের নামের বে-সরকারি উন্নয়ন সংস্থা। বুধবার দুপুরে উপজেলার মহিপুর থানা কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে পাথওয়ের নির্বাহী পরিচালক মো.শাহিন উপস্থিত থেকে ওইসব পরিবারের হাতে কম্বল ও মাস্ক বিতরন করেন।

এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.ফজলু গাজী, কুয়াকাটা প্রেস ক্লাব সভাপতি মো.নাসির উদ্দিন বিপ্লব, কলাপাড়া রিপোর্র্টস ইউনিটির সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, মহিপুর প্রেস ক্লাব সভাপতি মনিরুল ইসলাম, ওই বিদ্যালয়ের শিক্ষক নাসির উদ্দিন সহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পাথওয়ের সূত্রে জানা গেছে, এ উপজেলায় জেলে, তৃতীয় লিঙ্গ (হিজরা) ও অসহায় হতদরিদ্র্র ১০০০ শীতার্থ পরিবারের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করা হবে। পাথওয়ের নির্বাহী পরিচালক মো. শাহিন বলেন, প্রচন্ড শীত উপেক্ষা করে এ উপজেলার জেলেরা সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। তাই তাদের পাশে দাড়িয়েছি। এছাড়া তৃতীয় লিঙ্গের মানুয় সব সময় অবহেলিত থাকে। এদেরকেও সহযোগিতা করা হয়েছে। এ কর্মকান্ড অব্যাহত থাকবে বলে তিনি জানানিয়েছেন।

 

আপনার মতামত লিখুন :