২৫ পৌরসভায় ভোটের দিনে ব্যালট পেপার পাঠানোর নির্দেশ

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২১

চলমান পৌরসভা নির্বাচনের চতুর্থ ধাপে ৫৬ পৌরসভায় নির্বাচন আগামী রোববার অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ২৫ পৌরসভায় ব্যালট পেপারে এবং ৩১ পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ করা হবে। এ উপলক্ষে আগের রাতে যাতে ব্যালটে সিল মারতে না পারে সে জন্য ২৫ পৌরসভায় ব্যালট পেপার ভোটের দিন সকালে পাঠানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মোরশেদ আলম স্বাক্ষরিত আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ইসির ওয়েবসাইটে এই নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

আদেশে বলা হয়, ২৫টি পৌরসভায় আগামী ১৪ ফেব্রুয়ারি ব্যালট পেপারের মাধ্যমে চতুর্থ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার স্বার্থে ভোটগ্রহণের দিন সকালে ব্যালট পেপার পৌঁছানোর বিষয়ে নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছে।

আপনার মতামত লিখুন :