শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে নতুন যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২১

শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। কোন সময়ে কি পদ্ধতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যায় সেই বিষয়ে একটি কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে বৈঠকে বসবেন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। এছাড়া শিক্ষক ও কর্মচারীদের টিকা নিশ্চিত করতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানানো হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়ালি মন্ত্রিসভা বৈঠক হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

আপনার মতামত লিখুন :