রক্তপাতের মার্চ : মো: আব্দুর রহমান

প্রকাশিত : ৭ মার্চ ২০২০

রক্তপাতের মার্চ: মোঃ আব্দুর রহমান

এইতো এলো স্বাধীনতার রক্ত পাতের মার্চ,
ভাসছে চোখে বীর শহিদের শোকের জলোচ্ছাস।
কুকুর,শকুন পেটের ক্ষুধায় খেয়েছে ভায়ের লাশ,
পুত্র শোকেতে শূন্য বুকেতে মায়ের অশ্রæপাত।

মেশিন গান, গ্রেনেড ফাটার গর্জন আজো বাজে,
দাও,দাও জ্বলা ত্রাসের আগুনে পরান আঁতকে ওঠে।
বাঁচাও বলে চিৎকার দিয়ে গগন ফাটায় নারী,
লজ্জা-ঘৃনায় সব হারিয়ে স্বীয় ঘরে নেয় ফাঁসি।

দুধের শিশু পিপাসায় কাঁদে শূন্য একা নীড়ে,
প্রকৃতিই শুধু সাক্ষী থাকে এতিমের দুর্দিনে।
স্বাধীনতা হলো পাক শোষনের নিষ্টুরতার চিত্র,
লাখো শহিদের আত্মত্যাগ আজ মোদের গর্ব।

রক্তপাতের মার্চ মাসে করছি তাঁদের স্মরন,
হাজার সালাম রইলো মোদের এটা তোমার অর্জন।

মো: আব্দুর রহমান(পিয়ার)
কালীগঞ্জ, ঝিনাইদাহ

আপনার মতামত লিখুন :