ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে পোশাকশ্রমিকরা

প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২১

বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা হাড়িখোলা অংশ অবরোধ করেছেন ‘ডেনিম’ গার্মেন্টের শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলন চলছে। দুই মাসের বেতন বকেয়া থাকায় এমন আন্দোলনে নেমেছেন শ্রমিকরা।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি জিয়াউল চৌধুরী জানান, বেতনসহ নানা দাবিতে ডেনিম নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়িখোলায় অবস্থায় নিয়েছে। ফলে ঢাক- চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। উত্তেজিত শ্রমিকদের বোঝানোর চেষ্টা করছি। আশা করি কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।

আপনার মতামত লিখুন :