বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২২

প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী প্রয়াত শিল্পীর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাপ্পি লাহিড়ী ৮০ এবং ৯০ এর দশকে নৃত্য সংগীতকে ভারতে জনপ্রিয় করে তোলেন। তিনি আজ মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৬৯ বছর।

১৯৭০ থেকে ৮০-এর দশকে হিন্দি ছায়াছবির জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপ্পি লাহিড়ী। ‘ডিস্কো ডান্সার’, ‘চলতে চলতে’, ‘শরাবি’-তে সুর দিয়েছেন। গেয়েছেন একাধিক গান। ২০২০ সালে তার শেষ গান বাগি- ৩ এর জন্য।

আপনার মতামত লিখুন :