নিত্যপণ্যের আমদানি ভ্যাট সহনীয় পর্যায়ে আনতে এনবিআরকে নির্দেশ

প্রকাশিত : ১৪ মার্চ ২০২২

ভোজ্যতেল, চিনিসহ অতিপ্রয়োজনীয় নিত্যপণ্যের ওপর আমদানি পর্যায়ে যে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা আছে, সেটি একেবারে কমিয়ে সহনীয় পর্যায়ে আনতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করে অবিলম্বে এ ব্যবস্থা নিতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চ্যুয়ালি বৈঠকের সভাপতিত্ব করেন। মন্ত্রীরা সচিবালয় থেকে সভায় অংশ নেন।

পরে বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমাদের ধারণা এর ফলে বাজারে এর সরাসরি প্রভাব পড়বে। এর আগে রবিবার সচিবালয়ে এক আন্ত:মন্ত্রণালয় সভায় ভোজ্যতেল, চিনিসহ নিত্যপণ্যের ওপর থেকে মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) ও শুল্ক কমানোর সিদ্ধান্ত হয়।

আপনার মতামত লিখুন :