যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন বেনজীর আহমেদ

প্রকাশিত : ২৫ আগস্ট ২০২২

জাতিসংঘ পুলিশ সামিটে যোগ দিতে যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। পুলিশ সদর দফতর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ আগস্ট) তিনি ভিসা পেয়েছেন। আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দুই দিনব্যাপী জাতিসংঘের পুলিশ সামিটে যোগ দেয়ার কথা রয়েছে তার।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা সরকারি আদেশে (জিও) বলা হয়েছে, সামিটে অংশ নিতে আগামী ৩০ আগস্ট বাংলাদেশ ছাড়বে প্রতিনিধি দল। ৩ সেপ্টেম্বর অথবা নিকটবর্তী সময়ে তারা দেশে ফিরবেন।

গত বছরের ১০ ডিসেম্বর র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাবের) সাবেক মহাপরিচালক (ডিজি) ও বর্তমান আইজিপি বেনজীর আহমেদসহ র‍্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন পররাষ্ট্র ও রাজস্ব বিভাগ।

আপনার মতামত লিখুন :