দেশে আসছে বাইভ্যালেন্টের টিকা: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২ মে ২০২৩

বুস্টার ডোজ হিসেবে ওমিক্রন ও ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর বাইভ্যালেন্টের টিকা দেশে আসছে। এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ১২ বছরের বেশি যে কেউ এই টিকা গ্রহণ করতে পারবেন বলে জানান তিনি।

সার্বজনীন স্বাস্থ্য ও কল্যাণ দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার (২ মে) সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ইতোমধ্যে বাইভ্যালেন্টের ১১ লাখ ভ্যাকসিন পাওয়া গেছে। আরও ২০ লাখ শিগগিরই পাওয়া যাবে। এটা বুস্টার ডোজ হিসেবে দেয়া হবে। কোভ্যাক্স থেকে এই ভ্যাকসিন পাওয়া গেছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা এতদিনে বুস্টার ডোজ দেননি তাদেরকে এই ডোজ দেয়া হবে। জাহিদ মালেক জানান, প্রথম ও দ্বিতীয় ডোজ নিয়েছেন প্রায় ১৫ কোটি মানুষ। আর বুস্টার ডোজ নিয়েছেন প্রায় ৭ কোটি।

আপনার মতামত লিখুন :