কলাপাড়ায় কর্মহীন হয়ে পরা শতাধীক পরিবারের পাশে দাঁড়িয়েছে পুলিশ

প্রকাশিত : ২ এপ্রিল ২০২০

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,০২ এপ্রিল।। পটুয়াখালীর কলাপাড়ায় করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পরা শতাধীক পরিবারের পাশে দাঁড়িয়েছে পুলিশ সদস্যরা। বৃহস্পতিবার সকল থেকে বিকেল পর্যন্ত উপজেলার মহিপুর থানার ওসি মো.মনিরুজ্জামেনের নেতৃত্বে কর্মহীন ও হতদরিদ্র ওইসব পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দেন।

এসময় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ওসি বলেন, এ ভাইরাসের বিস্তার রোধে লকডাউন থাকায় এ থানার নিন্ম আয়ের মানুষ বেকার হয়ে পরেছে। তাই নিজ উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষদের মাঝে চাল, ডাল, আলু, লবন, তেল, সাবানসহ নিত্য প্রয়োজনীয় পন্য বাড়ি বাড়ি গিয়ে প্রতিটি পারিবারের হতে তুলে দেয়া হয়েছে।

গত তিন দিন ধরে পুলিশ সদস্যরা মহিপুর থানার নজিবপুর, মনোহাপুর, সুধিরপুর, ইউসুবপুর, মোয়জ্জেমপুর ও নিজামপুর গ্রামের বেরিবাধের বাইরে থাকা শতাধীক দু:স্থ মানুষদের বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সয়ায়তা তুলে দেয়া হয়। এসময় তিনি সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও ঘরে থাকার জন্য অনুরোধ জানান।

আপনার মতামত লিখুন :