লাশ দেখো বৈশাখ : মোঃ আব্দুর রহামান (পিয়ার)

প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২০

লাশ দেখো বৈশাখ : মোঃ আব্দুর রহামান (পিয়ার)

ভুবন জুড়িয়া লাশের মিছিল
আসছে ভাসিয়া দেশে,
স্বজন হারিয়ে নিরুপায় তাঁরা
কাঁদছে পাগল বেশে।

দেশের মানুষ কাঁদছে ভয়েতে
করোনা রোগের তোপে,
জীবন বাঁচাতে নীড়ের ভিতরে
থাকছে সবাই চুপে।

প্রতিবার লোকে বর্ষ বরণে
মাঠে ময়দানে থাকে,
এবার কিন্তু নিয়তি মানিয়া
ঘরেই তোমায় ডাকে।

রাগ করোনাকো বৈশাখ তুমি
বর্ষ বরণ দিনে,
তোমারে ভাবিয়া বাঙালী জনতা
কাঁদছে করোনা বীণে।

বিধাতার দেয়া করুনা ছোঁয়াতে
দাওনা ভুবন ভরে,
জাগিয়া উঠুক আবার দুনিয়া
সুখ শান্তির নীড়ে।

 

 

আপনার মতামত লিখুন :