অধিকার প্রতিষ্ঠার লড়াই শেষ হয়নি: ঈসা
জুলাই বিপ্লব আমাদের কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে। দেশের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাণ খুলে লিখতে পারছেন। গুম আর গায়েবি মামলার মতো ভয়ংকর অপরাধ নেই। অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই শেষ হয়নি।
ঝিনাইদহ প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠন এর চেয়ারম্যান মো.মঞ্জুর হোসেন ঈসা এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিগত ১৬ বছর যারা গুমের শিকার হয়েছে এখনো কেউ ফিরে আসেনি।সাংবাদিক দম্পতি সাগর -রুনি হত্যার বিচারও ঝুলে রয়েছে।
সংগঠনের জেলা শাখার প্রস্তাবিত সভাপতি মোঃ উজ্জ্বল হোসেনের সভাপতিত্বে
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইদাহ প্রেসক্লাবের