ভুটানকে ৩ গোলে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ভুটানকে ৩ গোলে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে বাংলাদেশ সেমিফাইনালে উঠেছে। রোববার বিকেলে ভারতের অরুণাচলের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের শেষ চার নিশ্চিত করেছে বাংলাদেশ। বাংলাদেশ গত শুক্রবার গ্রুপের প্রথম ম্যাচে ২-২ গোলে মালদ্বীপের বিপক্ষে ড্র করেছিল। সেমিফাইনালে উঠতে আজ জয় প্রয়োজন ছিল। ড্র কিংবা হারলে ভুটান ও মালদ্বীপের ১৩ মে মঙ্গলবারের ম্যাচের জন্য অপেক্ষায় থাকতে হতো। মালদ্বীপ ও ভুটানের ম্যাচ ড্র হলে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হবে। মালদ্বীপ ভুটানকে হারালে সেক্ষেত্রে বাংলাদেশ ও মালদ্বীপের সমান ৪ পয়েন্ট দাড়াবে তখন গোল ব্যবধানে গ্রুপ সেরা নির্ধারণ হবে। অন্য

ভারত-পাকিস্তান উত্তেজনায় বাংলাদেশের ওপর সরাসরি কোনো প্রভাব পড়বে কি ?