ঢাকা বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

কুয়াকাটায় ভারসাম্যহীনদের শীতবস্ত্র পরিয়ে দিলেন বাতিঘরের সদস্যরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ জানুয়ারী, ২০২৬, ০৯:৩২ সকাল

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় সেচ্ছাসেবী সংগঠন ‘বাতিঘর’ এর উদ্যোগে অর্ধশতাধিক মানুষিক ভারসাম্যহীন ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে বাতিঘরের সদস্যরা এ শীতবস্ত্র পরিয়ে দিলেন। বিকেল ৩ টা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকে।
 
কুয়াকাটা পৌর এলাকার সড়ক, মহাসড়ক ও সমুদ্র সৈকত এলাকায় অবস্থিত ভ্রাম্যমাণ মানুষিক ভারসাম্যহীন নারী পুরুষ, দুস্থ ও অসহায় শিশুদের খুঁজে খুঁজে এসব শীতবস্ত্র পরিয়ে দেয়া হয়। 
এসময় কনকনে ঠান্ডায় জবুথবু হয়ে থাকা ভারসাম্যহীনরা শীতবস্র পেয়ে খুবই খুশি। 
সেচ্ছাসেবী সংগঠন বাতিঘরের এমন মানবিক কাজের জন্য উপস্থিত সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে।
 
শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি, আলোকিত কুয়াকাটা'র সম্পাদক ও প্রকাশক, বাতিঘরের সহ সভাপতি আনোয়ার হোসেন আনু, বাতিঘরের অর্থ সম্পাদক শাহীন মীর, প্রচার প্রকাশনা সম্পাদক হস্তশিল্পী আঃ ছত্তার ফকির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি হানিফ সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক পলাশ সরকার, বাউল শিল্পী আব্দুস ছালাম আকন প্রমুখ।
 
বাতিঘরের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ প্রিন্স জানান, বাতিঘর নতুন সংগঠন। মানব সেবার ব্রত নিয়ে কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, সমাজ সেবক ও সাংবাদিক মিলে এই সংগঠনের পথযাত্রা শুরু করেছি। তিনি আরো জানান, জলবায়ুর বিরূপ প্রভাব থেকে উপকূল রক্ষায় সবুজায়ন কর্মসূচি, সমাজের মানুষের মধ্যে মুল্যবোধ সৃষ্টি করা, মানুষিক ভারসাম্যহীন, প্রতিবন্ধী, দুস্থ মানুষদের পাশে দাড়ানো সহ পরিবেশ প্রতিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছে বাতিঘর এর সদস্যরা। এরই ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে আজকের এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
 
বাতিঘর এর সভাপতি ইলিয়াস রেজা বলেন, কনকনে ঠান্ডার মধ্যে অনেক পাগল, ফকির ও দুস্থ মানুষেরা শীতবস্ত্রের অভাবে শীতে কষ্ট পাচ্ছে। এসব ভ্রাম্যমাণ ভারসাম্যহীনদের খুজে খুঁজে আমরা তাদের শীতবস্ত্র পরিয়ে দিয়েছি। আগামীতেও আমাদের এ কাজ চলমান থাকবে বলে জানান তিনি।

Link copied!