কলাপাড়ায় অসহায় দরিদ্রদের চিকিৎসা সেবা ও খাদ্য সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী

প্রকাশিত : ৪ জুন ২০২০
Exif_JPEG_420

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি, ০৪ জুন।। পটুয়াখালীর কলাপাড়ায় করোনা পরিস্থিতিতে অসহায় দরিদ্রদের চিকিৎসা সেবা ও খাদ্য সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার বেলা ১১ টায় পৌর শহরের খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে শেখ হাসিনা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান দুঃস্থ পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দেন। এছাড়া অতিদরিদ্রদের চিকিৎসা সেবা শেষে বিনামূল্যে ঔষধ বিতরন করা হয়েছে।এসময় কমান্ডার ৭ আর্টিলারি ব্রিগেড, বিগ্রেডিয়ার জেনারেল মেফতা উল করিম, অধিনায়ক ৪২ ফিল্ড আর্টিলারির রেজিমেন্ট লেফট্যানেন্ট কর্নেল শাহরিয়ার রিয়াজ, উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকসহ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সেনা বাহিনীর সূত্রে জানা যায়, ১১০ জান দুঃস্থ পরিবারের মঝে তিনি খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে। এর মধ্যে ১১ জনের বাড়িতে গিয়ে এ খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়। একই স্থানে অস্থায়ী মেডিক্যাল ক্যাম্পের দু’জন ডাক্তার ৬১ পুরুষ, ৬৫ নারী ও ১০ শিশুকে চিকিৎসা সেবা প্রদান করেছে। প্রত্যেকে বিনামূল্যে ঔষধ দেয়া হয়েছে।খাদ্য সহায়তা বিতরনকালে শেখ হাসিনা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, সুন্দর ভাবে মেনে চললে, ভয়ের কিছু নাই। যদি কেই করোনায় অক্তান্ত হয়, তাহলে মনবল শক্ত রাখাতে হবে, নিয়নিত খাবার খেতে হবে। আর সবাইকে সাবধানে থাকতে হবে। নিশ্চই করোনাকে জয় করা যাবে।

 

আপনার মতামত লিখুন :