লঞ্চডুবিতে প্রাণহানির ঘটনায় যুক্তরাজ্যের হাইকমিশনারের শোক

প্রকাশিত : ২৯ জুন ২০২০

রাজধানীর বুড়িগঙ্গা নদীতে লঞ্চ ডুবিতে প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডিকসন। সোমবার (২৯ জুন) টুইটারে এক বার্তায় ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, আজ সকালে বুড়িগঙ্গা নদীতে লঞ্চ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমাবেদনা প্রকাশ করছি। একইসঙ্গে, কঠিন সময়ে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান ডিকসন।

এর আগে, নিখোঁজ যাত্রীদের মধ্যে ৩২ জনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। তবে বাকিদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনীর সদস্যরা। সঙ্গে বিপুল সংখ্যাক স্থানীয় মানুষ সহায়তা করছে। এদিন সকালে বুড়িগঙ্গা নদীতে ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ঢাকা-মুন্সিগঞ্জ রুটের মর্নিং বার্ড লঞ্চটি জন যাত্রী নিয়ে ডুবে যায়।

স্থানীয়রা জানান, সকাল নয়টার দিকে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা দুই তলা মর্নিং বার্ড লঞ্চটি সদরঘাট কাঠপট্টি ঘাটে ভেড়ানোর আগ মুহূর্তে চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চটি ধাক্কা দেয়। এতে সঙ্গে সঙ্গে তুলনামূলক ছোট মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়।

 

আপনার মতামত লিখুন :