সরকারি পিসি কলেজের সহপাঠীদের আর্থিক সহায়তায় উপহার সামগ্রী বিতরন


প্রকাশিত : ২৬ জুলাই ২০২০

শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাট সরকারি পিসি কলেজের এইচ এস সি ৭৯ ব্যাচের সহপাঠীদের আর্থিক সহায়তায় পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। সামাজিক দুরত্ব বজায় রেখে শনিবার বিকালে সরকারি পিসি কলেজ চত্বরে এইচ এস সি-৭৯ ব্যাচের অবসরপ্রাপ্ত কর্মচারী ও বর্তমান চুক্তি ভিত্তিক কর্মরত কর্মচারীসহ শতাধিক ব্যক্তিকে এ সহায়তা প্রদান করা হয়। করোনা পরিস্তিতিতে ৭৯ ব্যাচের মধ্যে যারা দুঃসময় পার করছে তাদের মাঝে নগদ অর্থ ও প্রদান করা হয়।

৭৯ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে সরকারী পিসি কলেজের উপাধ্যক্ষ মোঃ মোস্তাহিদুল আলম রবি,প্রথম শ্রেণীর বিশিষ্ট ঠিকাদার মোঃ রাকিব হাসান, কৃষি ব্যাংক চাকশি বাগেরহাট শাখার ব্যবস্থাপক মোঃ আজিজুর রহমান, প্রথম শ্রেণীর ঠিকাদার মোঃ ফারুক আহমেদ মনি, কৃষি ব্যাংক কচুয়া বাগেরহাট শাখার ব্যবস্থাপক (অবঃ) মোঃ মোস্তাফা কামাল, কৃষি কর্মকর্তা মোঃ লিয়াকত হোসেন, কৃষি ব্যাংক উঃ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মোঃ দেলোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফিরোজ আহমেদ, টেলিফোন বিভাগে কর্মরত জনাব কহিনুর আক্তার, সাস্থ্য বিভাগে কর্মরত অর্চনা রানী সমর্দার, কৃষি ব্যাংক বাগেরহাটের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক তরুণ কান্তি কুন্ডু ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি ডিরেক্টর (অবঃ) ডাঃ বিদ্যুৎ কান্তি পাল উপস্থিত ছিলেন।

অন্য যে সকল বন্ধুরা উপস্থিত হতে পারেনি অথচ এই মহতী উদ্যোগে সহায়তা করেছেন তাদেরকে উপস্থিত সকলে ধন্যবাদ জানিয়েছেন।

 

আপনার মতামত লিখুন :

এই বিভাগের সর্বশেষ