এরশাদের প্রকৃতিতে শ্রদ্ধা: পতাকা উত্তোলন করলেন জিএম কাদের

প্রকাশিত : ১ জানুয়ারি ২০২১

নজরুল ইসলাম দয়া, ঢাকা: জাতীয় পার্টির ৩৫ প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এর প্রকৃতিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় পার্টি। প্রতিষ্ঠা বার্ষিকীতে শুক্রবার (১ জানুয়ারি) সকাল ৯ টায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। বেলুন ও পায়রা উড়িয়ে জাতীয় পার্টির ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন ঘোষনা করেন জিএম কাদের।

দলটির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের প্রকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন পার্টি চেয়ারম্যানের নেতৃত্বে শীর্ষ নেতৃবৃন্দরা।
পরে জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে হুসেইন মুহম্মদ এরশাদের প্রকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির সম্বৃদ্ধি কামনায় দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন দলটির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গা এমপি, এড রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, নাজমা আক্তার এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি, উপদেষ্টা অধ্যাক্ষা রওশন আরা মান্নান এমপি, মাহমুদুর রহমান মাহমুদ, মেহেরুন্নেসা খান হেনা পন্নি, ভাইস-চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, আহসান আদেলুর রহমান এমপি, মিসেস সালমা হোসেন, হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, আমির উদ্দিন আহমেদ ডালু, এ্যড আব্দুল হামিদ ভাসানী, ফখরুল আহসান সাহজাদা, বেলাল হোসেন, ইকবাল হোসেন তাপস, সাংগঠনিক সম্পাদক নির্মল চন্দ্র দাস, হেলাল উদ্দিন, এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, মিজানুর রহমান, দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ, দপ্তর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান, সম্পাদক মন্ডলী বীরমুক্তিযোদ্ধা ইসহাক ভূঁইয়া, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন দেওয়ান, এম এ সোবাহান, আজহারুল ইসলাম সরকার, শরিফুদ্দিন আহমেদ শিপু, শারমিন পারভীন লিজা, যুগ্ম সম্পাদক এডভোকেট আবু তৈয়ব, মাশুকুর রহমান, মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, শহিদ হোসেন সেন্টু, হাফেজ ক্বারী ইছারুহুল্লাহ আসিফ, শাহনাজ পারভীন, মীর সামসুল আলম লিটন সহ কেন্দ্রীয় নেতা, অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

আপনার মতামত লিখুন :