বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্রে এ কেমন অভিনেতা ও অভিনেত্রী!

প্রকাশিত : ৩ মার্চ ২০২০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে নির্মিত হচ্ছে ‘বঙ্গবন্ধু’ নিয়ে একটি বায়োপিক। জাতির জনকের জীবনীভিত্তিক চলচ্চিত্রটি পরিচালনার দায়িত্ব ভারতীয় গুণী নির্মাতা শ্যাম বেনেগালকে দেয়া হলে প্রত্যাশার পারদ শিখর ছুঁয়ে যায়। সবাই যখন আশা করছিলেন ‘গান্ধী’ সিনেমার মতো বিখ্যাত বিশ্ববরেণ্য অভিনেতা অভিনেত্রীদের নিয়ে বঙ্গবন্ধুর বায়োপিক নির্মিত হবে, তখন বিভিন্ন চরিত্রে বাংলাদেশি শিল্পীদের বাছাই করার খবরে বিস্মিত নানা মহল। ‘বঙ্গবন্ধু’ শীর্ষক এ বায়োপিকের ৫০টি চরিত্রের জন্য অভিনয়শিল্পীদের প্রাথমিক তালিকার প্রজ্ঞাপন প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মেয় এই চলচ্চিত্রের নির্বাচিত অভিনেতা-অভিনেত্রীদের আংশিক তালিকা বিএফডিসির ওয়েবসাইটে প্রকাশ হয়েছে।

তালিকা অনুযায়ি বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করবেন আরেফিন শুভ। নুসরাত ইমরোজ তিশা করবেন রেনুর বড়বেলার চরিত্রে এবং শেখ হাসিনার ছোটবেলার চরিত্রে অভিনয় করবেন নুসরাত ফারিয়া। এছাড়া রেনুর ছোটবেলার চরিত্রে দীঘি, শেখ হাসিনার বড়বেলার চরিত্রে জান্নাতুল সুমাইয়া, পাকিস্তানি আর্মি অফিসারের চরিত্রে শতাব্দী ওয়াদুদ, তাজউদ্দিন আহমেদের চরিত্রে ফেরদৌস, আব্দুল হামিদ খান ভাসানীর চরিত্রে রাইসুল ইসলাম আসাদ, রেনুর দাদার চরিত্রে গাজী রাকায়েত, সাহেরা খাতুন(বয়স্ক) চরিত্রে দিলারা জামান, এ,কে, ফজলুল হক চরিত্রে শহীদুল আলম সাচ্চু, সোহরাওয়ার্দীর চরিত্রে তৌকির আহমেদ, আইয়ুব খান চরিত্রে মিশা সওদাগর এবং শওকত মিয়ার চরিত্রে সিয়াম আহমেদ অভিনয় করবেন।

বিএফডিসির এমডি নুজহাত ইয়াসমিন স্বাক্ষরিত তালিকায় মোট ৫০জন অভিনেতা-অভিনেত্রীর নাম প্রকাশ করা হয়েছে। এর আগে বঙ্গবন্ধুর বায়োপিকে শেখ মুজিবর রহমান চরিত্রে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের অভিনয়ের গুঞ্জন ওঠায় মানুষের প্রত্যাশা বেড়ে যায়। চলচ্চিত্রপ্রেমিরা আশা করেছিলেন, অমিতাভ না হলেও সমমানের বিশ্ববরেণ্য তারকাদের অভিনয়ে বঙ্গবন্ধুর বায়োপিক হবে আন্তর্জাতিকমানের। নির্বাচিত শিল্পীদের প্রকাশিত তালিকা দেশের মানুষকে হতাশ করলো। চলতি মাসের ১৮ তারিখ থেকে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের শুটিং শুরু হবে বলে জানান এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন। নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকায় ছবির প্রথম দিকের শুটিং হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

চলচ্চিত্রটির সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার এই চলচ্চিত্রের জন্য প্রাথমিকভাবে ৩৫ কোটি টাকা বাজেট ধরা হয়েছে। এই বাজেটের ৬০ ভাগ দিচ্ছে বাংলাদেশ ও ৪০ ভাগ ভারত সরকার। বায়োপিকটি নির্মাণে শ্যাম বেনেগালের সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য করেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্পনির্দেশনার দায়িত্ব পেয়েছেন নীতিশ রায়। কাস্টিং ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম রাওয়াত।

আপনার মতামত লিখুন :