আড়াই লাখ টাকা ছিনিয়ে পালাবার কালে হাতেনাতে ছিনতাইকারী আটক


প্রকাশিত : ৬ মার্চ ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালাবার সময় ঝিনাইদহের কোটচাঁদপুরে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কোটচাঁদপুর শহরের অগ্রণী ব্যাংকের নীচে এ ঘটনা ঘটে। জানা গেছে. বন্ধু ফাউন্ডেশন নামের একটি এনজিও কর্মী ফরহাদ হোসেন সকালে শহরের অগ্রণী ব্যাংক থেকে ফাউন্ডেশনের আড়াই লাখ টাকা তোলেন।

তিনি টাকা নিয়ে ব্যাংকের নীচে আসা মাত্রই ওঁৎ পেতে থাকা এক ছিনতাইকারী এনজিও কর্মী ফরহাদ হোসেনের হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় এনজিও কর্মির ফরহাদের আত্মচিৎকারে জনতা ছিনতাইকারীকে ধাওয়া করে ধরে ফেলে গণপিটানী দেয়। আটককৃত ছিনতাইকারীর নাম বিল্লাল হোসেন। সে যশোহর হাসিমপুর ইউনিয়নের আমতলা পুকুর পাড় এলাকার খলিল হাওলাদারের ছেলে বলে জানায়।

পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এব্যাপারে কোটচাঁদপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মাহাবুব আলম ছিনতাইয়ের ঘটনার সত্যতা স্বীকারকরে বলেন, বিষয়টি নিয়ে বন্ধু ফাউন্ডেশনের এরিয়া মনিটারিং কর্মকর্তা শাহিনুর সাইফার রহমান মামলার জন্য বাদী হয়ে একটি আবেদন করেছেন। মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

এই বিভাগের সর্বশেষ