রাজধানীতে ‘লকডাউনের’ ৯ম দিনে গ্রেফতার ৫৮৫জন

প্রকাশিত : ৯ জুলাই ২০২১

সরকার ঘোষিত ‘কঠোর লকডাউনের’ নবম দিনেও রাজধানীতে গ্রেফতার হয়েছেন ৫৮৫ জন। এদিন সাপ্তাহিক ছুটির দিন স্বত্ত্বেও জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় তাদের গ্রেফতার করা হয়। একইসঙ্গে এদিন ১২৯ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সর্বমোট এক লাখ ৫৬ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়। শুক্রবার (৯ জুলাই) দিনভর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও জরিমানা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এদিকে সর্বশেষ তথ্য অনুযায়ী ডিএমপির ট্রাফিক বিভাগ সড়ক সড়ক পরিবহন আইন অনুযায়ী বিভিন্ন যাননবাহনকে করা জরিমানার পরিমাণ আট লাখ ৯২ হাজার ৫০০ টাকা। সরকারি বিধিনিষেধ অমান্য করায় সর্বমোট ৪১৪টি গাড়িকে এ জরিমানা করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, ‘লকডাউনের’ নবম দিনে ডিএমপির আটটি বিভাগে বিভিন্ন থানা পুলিশ একযোগে সরকারি বিধিনিষেধ মানাতে অভিযান চালায়। বিধিনিষেধ অমান্য করে বাইরে বের হওয়ার অভিযোগে সারা দিনে ৫৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২৯ জনকে এক লাখ ৫৬ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়েছে।

 

আপনার মতামত লিখুন :