কলাপাড়ায় দুই লাখ অবৈধ চিংড়ি রেণুসহ চার ব্যবসায়ী গ্রেপ্তার


প্রকাশিত : ২৫ আগস্ট ২০২১

কুয়াকাটা নিউজ বিডি ডেস্ক: পটুয়াখালীর কলাপাড়ায় দুই লাখ অবৈধ চিংড়ি রেণুসহ চার রেণু ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নিজামপুর কোস্ট গার্ড। সোমবার (২৩ আগস্ট) রাতে উপজেলার আলীপুর বাজারের একটি গদিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন আইয়ুব আলী (৫৮), জলিল মীরা (৫০), দেলোয়ার মল্লিক (৪৮) ও ছগির (৩০)। তাদের সবার বাড়ী উপজেলার মহিপুর থানার বিভিন্ন গ্রামে।

পরে জব্দকৃত চিংড়ি রেণু শিবাড়িয়া নদীতে অবমুক্ত করা হয়। এ ঘটনায় রাত দশটার দিকে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বাদী হয়ে গ্রেপ্তারদের নামে মহিপুর থানায় মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা বিধিমালা আইনে একটি মামলা দায়ের করেছেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে চিংড়ি রেণুর ব্যবসা করে আসছে। অবৈধ চিংড়ি রেণু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

এই বিভাগের সর্বশেষ