এবার কুতুবপুরে যেকোনো মূল্যে ভাসাবে নৌকা

প্রকাশিত : ৬ অক্টোবর ২০২১

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী লিস্ট করে কেন্দ্রে পাঠানোর লক্ষ্যে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় নেতৃবৃন্দরা বলেন, কুতুবপুর ইউনিয়নে গত তিন সিজন ধরে নৌকার ভরাডুবি। কিন্তু এবার আর তা হতে দেওয়া হবে না কুতুবপুরে এবার নৌকা ভাসবে

 

মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে কুতুবপুর ইউনিয়নে পাগলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন সিসিলি কমিউনিটি সেন্টারে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

 

এসময় ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দরা আরও বলেন, বিগত নির্বাচন গুলো আমার নৌকার পক্ষে কাজ করেছি কিন্তু সফল হতে পারি নাই এটা আমাদের ব্যর্থতা। এবার কেন্দ্র থেকে যাকেই নৌকার মাঝি বানানো হবে আমরা তাকেই ভাসিয়ে নিয়ে যাবো। নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের নির্দেশে এবার ইউনিয়ন আওয়ামী লীগ কঠোর পরিশ্রম করে নৌকাকে ভাসাবোই। নৌকা প্রতীক যাকে দিলে পাস করানো যাবে এবার কুতুবপুরে এমন ব্যক্তিকেই নৌকা প্রতীক দেওয়া হবে। এবার আমাদের বলতে হবে না সবজায়গায় নৌকা পাস কুতুবপুরে অমুক মার্কা পাস। এই নির্বাচনে কুতুবপুরেও নৌকা পাস হবে ইনশাআল্লাহ।

 

এসময় বর্ধিত সভায় কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জসিমউদ্দিন এর সভাপতিত্বে ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. লিটন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মো. ইছহাক, কৃষি বিষয়ক সম্পাদক মো. ইউনুস দেওয়ান, ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আলাউদ্দিন হাওলাদার, ফতুল্লা থানা আওয়ামী লীগের সদস্য মো. জাহাঙ্গীর আলম, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক চান, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোজাফফর, সাধারণ সম্পাদক মো. আবদুল খালেক, কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাজী হোসেন মীরু, কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড মেম্বার রোকন উদ্দিন রোকন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহালম, সাধারণ সম্পাদক মো. রাসেল মোল্লা, ফতুল্লা থানা মৎসজীবি লীগের সভাপতি শেখ মোঃ হাফিজ আহমেদ, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি বিউটি, সাধারণ সম্পাদক মায়া বেগম প্রমূখ।

 

উল্লেখ্য, গত বুধবার (২৯ নভেম্বর) নির্বাচন ভবনে কমিশনের বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব হুমায়ূন কবির খন্দকার জানান, দ্বিতীয় ধাপে সারাদেশে মোট ৮৪৮টি ইউপি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। এর মধ্যে নারায়ণগঞ্জ এ হবে ১৫টি।

আপনার মতামত লিখুন :