নেতৃবৃন্দের নামের মামলার প্রতিবাদে ঢাকা মহানগর কৃষকদলের বিক্ষোভ মিছিল

প্রকাশিত : ১ নভেম্বর ২০২১

জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলার প্রতিবাদে আজ ৩১ অক্টোবর ২০২১ রোববার সকাল ১০ টায় রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকি এলাকা বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর কৃষকদল। গত ২৬ অক্টোবর ২০২১ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে বিএনপির ডাকা শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উস্কানিতে পুলিশের বর্বর হামলা, গ্রেফতার ও মামলার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আ ন ম খলিলুর রহমান ভিপি ইব্রাহিম, জুলফিকার আলী ভুট্ট, মীর মমিনুর রহমান সুজন, কৃষকদল নেতা জনতার রফিক, রহিমা ইসলাম, এ্যাড. রুমা পারভীন, আব্দুল্লাহ আল নাঈম, রামপুরা থানা কৃষকদলের সভাপতি আরশাদুল আরিস ডল, কামরুল থানার সভাপতি এস. এম. ইকবাল সোহেল, বিমানবন্দর থানার সাধারণ সম্পাদক এম. এ. হান্নান, কামরাঙ্গীরচর থানার সভাপতি হাজী মোঃ কামাল হোসেন, শাহবাগ থানার আহ্বায়ক এম. জাহাঙ্গীর আলম, যাত্রাবাড়ী থানার সাধারণ সম্পাদক জহিরুল হক, মুগদা থানার সভাপতি হারুন শিকদার, বংশাল থানার সভাপতি আব্দুর রাজী, কোতয়ালী থানার সভাপতি ইঞ্জিঃ মোফাজ্জল হোসেন হৃদয়, লালবাগ থানার সভাপতি মোয়াজ্জেম হোসেন বাদশা, শাহজাহানপুর থানার সভাপতি মোস্তফিজুর রহমান দুলাল, মতিঝিল থানার সাধারণ সম্পাদক আব্দুর রহমান, খিলগাঁও থানার সভাপতি মোঃ কামাল হোসেন, পল্টন থানার সভাপতি শামসুজ্জোহা শামছু মাস্টার প্রমুখ।

আপনার মতামত লিখুন :