কলাপাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরন তিন জেলে অগ্নিদগ্ধ


প্রকাশিত : ১০ নভেম্বর ২০২১

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মাছ ধরা ট্রলারে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরন হয়ে তিন জেলে আহত হয়েছে। মঙ্গলবার রাত ১০ টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের নেওয়াপাড়া সংলগ্ন নদীতে এ ঘটনাটি ঘটে। আহত জেলেরা হলো মো.সবির হাওলাদার (৩৫), হারুন মাঝি (৩৭) ও রাব্বি (১৪)।

ঘটনার পর পরই অন্য ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করেছে। অগ্নিদগ্ধ জেলে রাব্বিকে ওই রাতে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। আহত জেলে হারুন মাঝির পিতা মো.ইদ্রিস মাঝি জানান, তারা ট্রলারে দীর্ঘদিন ধরে গ্যাস সিলিন্ডারের রান্নার কাজ করে। হঠাৎ প্রথমে সিলিন্ডারের পাইপে আগুন ধরে। তাৎক্ষনিক সিলিন্ডারে আগুন ছড়িয়ে পড়লে সিলিন্ডারটি বিস্ফোরন হয়।

এসময় ট্রলারে থাকা ওই তিন জেলেরা অগ্নিদগ্ধ হয়। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে মেডিকেল অফিসার মো.মাহ্মুদুর রহমান বলেন, অগ্নিদগ্ধ তিন জেলেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে বর্তমানে দু’জন হাসপাতালে ভর্তি রয়েছে। তাদেরকে চিকিৎসা প্রদান করা হচ্ছে বলে তিনি জানিয়েছে।

আপনার মতামত লিখুন :

এই বিভাগের সর্বশেষ