কলাপাড়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক মানবপাচার প্রতিরোধ দিবস


প্রকাশিত : ৩০ জুলাই ২০২৩

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক মানবপাচার প্রতিরোধ দিবস। এ উপলক্ষ্যে বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। এতে স্কুল শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করে।

পরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মানবপাচার রোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এনসিয়র প্রেটেকশন এন্ড জাষ্টিস থ্রু ইনটিগ্রেটেড এ্যাপ্রোচ ইপজিয়া প্রকল্পের উদ্যোগে বে সরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন এর আয়োজন করে।

ইউপি সদস্য মো. হামিদুল ইসলাম’র সভাতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেনওয়ান-ষ্টপ-ক্রাইসিস-সেন্টার-(ওসিসি) উপজেলা প্রোগ্রাম অফিসার মো.ইদ্রিস আলী, ইউপি সদস্য মো.ফজলুল হক সুমন প্রমুখ।

এসময় ইউনিয়ন পরিষদ সচিব প্রকাশ চন্দ্র রায়সহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চলনা করেন ওয়ার্ল্ড কনসান ইপজিয়া প্রকল্পের প্রোগ্রাম অফিসার সীমা ভেরোনিকা রোজারিও।

আপনার মতামত লিখুন :

এই বিভাগের সর্বশেষ