গলাচিপায় আসন্ন দুর্গা পূজা উপলক্ষে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত


প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২৩

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় আসন্ন দুর্গা পূজা উপলক্ষে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১ টার সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন-শৃঙ্খলা কমিটির সদস্য সচিব ও অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মেজবাহ উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু।

উক্ত সভায় আইন-শৃঙ্খলা মাদক, ডেঙ্গু জ¦রের (এডিস মশা) প্রকোপ, বাজারের খাদ্য-পণ্যের উর্ধ্বগতি ও অসাধু মজুদ ব্যবসায়ী সিন্ডিকেট ও পাবলিক পরীক্ষা সম্পর্কে সবাই নানা প্রস্তাবনা নিয়ে বক্তব্য রাখেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নারী নেত্রী মিসেস সালমা ওয়াহিদ, পৌরসভার প্যানেল মেয়র সুশীল চন্দ্র বিশ্বাস, গোলখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, চরবিশ্বাস ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সি, ডাকুয়া ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বজিৎ রায়, পানপট্টি ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ মিয়া, চিকনিকান্দী ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানগণ। বক্তরা উপজেলার সকল পূজা মন্ডপে প্রতিমা বিগ্রহ নির্মাণ বিষয়ে মন্দিরের নিরাপত্তা নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সার্বিকভাবে উপজেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক থাকায় বক্তারা সন্তোষ প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন :

এই বিভাগের সর্বশেষ