কলাপাড়ায় বাল্যবিবাহ বন্ধে জনসচেতনতা ক্যাম্পেইন


প্রকাশিত : ৩ অক্টোবর ২০২৩

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: “১৮ বছরের আগে বিয়ে নয়” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় বাল্যবিবাহ বন্ধে জনসচেতনতা সৃষ্টির জন্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেল ৩ টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুরে র‌্যালী, আলোচনা সভা, সচেতনতা মূলক নাট্যাংশ অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড কনর্সান বাংলাদেশ ইপজীয়া প্রকল্প এর অয়োজন করে। র‌্যালীটি হাজীপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে বের হয়। এতে ফেস্টুন নিয়ে শিক্ষাথীরা আংশগ্রহন করে।

পরে বাল্যবিয়ের কুফল নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. বাবুল মিয়া। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শাহজালাল মুন্সি’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সমাজিক সুরক্ষা কমিটির সাধারন সম্পাদক শোভন বিশ্বাস।

অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের পিটিএ সভাপতি আবুল কালাম, নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মো. রহুল আমিন হাওলাদার, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি মো. ওমর ফারুক ও মহিলা ইউপি সদস্য মাহফুজা বেগম প্রমুখ। এসময় কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মো. নাহিদুল হক, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি উত্তম কুমার হাওলাদার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র-ছাত্রীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনসিউর এন্ড থ্রো ইন্টিগ্রেটেড এপ্রোচ (ইপজীয়া)’র প্রোগাম অফিসার সীমা ভেরোনিকা রোজারিও।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে নাচ, গান ও বাল্যবিবাহ বন্ধে সচেতনতামূলক নাটক পরিবেশন করা হয়।

আপনার মতামত লিখুন :

এই বিভাগের সর্বশেষ