ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

কলাপাড়ায় ৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৫, ০৯:৩৪ সকাল

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া,পটুয়াখালী।। "মানবাধিকার আমার প্রতিদিনের অধিকার, নিরাপদ মানবতা, নিরাপদ বাংলাদেশ,অধিকার সবার বৈষম্য কারোনয়" এ প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর কলাপাড়ায় ৭৭ তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন করা হয়েছে।

বাংলাদেশ মানবাধিকার কমিশন কলাপাড়া উপজেলা ও পৌরশাখার উদ্যোগে বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় কলাপাড়া প্রেসক্লাব চত্ত্বর থেকে দিবসটি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য এক রেলি বের করা হয়। রেলিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এক আলোচনাসভা করে। সভায় আন্তর্জাতিক মানবাধিকার কমিশন কলাপাড়া উপজেলা শাখার সভাপতি এ্যাডভোকেট আবুল হোসেন সভাপতিত্ব করেন।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো.মেজবাহ্ উদ্দিন মান্নু, কলাপাড়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.মোকসেদুল আলম,বাংলাদেশ মানবাধিকার কমিশন কলাপাড়া উপজেলা শাখার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ ইয়াকুব হোসেন, সাধারণ সম্পাদক তারেক আনাম সুমন তালুকদার ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আবুতালেব ইভান মাতব্বর।

বক্তারা বলেন,বর্তমান সময়ে আমরা নানাভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছি। বিভিন্ন সময়ে এ দেশের সরকার পরিবর্তন হয় কিন্তু মানবাধিকার লঙ্ঘনের তীব্রতা কখনো কমে না। তাই মানবাধিকার  সুসংগঠিত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Link copied!